রিক্সাওয়ালা পেছনে ফিরে বললো Congratulations!
গতকালের কথা! ছেলেটা আজ এইচএসসি পরীক্ষার রেজাল্ট আনতে কলেজে গেছে, রেজাল্ট জেনেছে- সে A+ পাইছে, ছেলেটা প্রচুর খুশি।
ফেরার পথে রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বললো, "আজ আমার লাইফের সবচাইতে বড় স্বপ্ন পূরণ হলো
আমি A+ পেলাম। দেখা যাক ভবিষ্যৎ আমাকে কোন জায়গায় নিয়ে যায়।
"রিক্সাওয়ালা পেছনে ফিরে বললো Congratulations!
আমি রফিক আলী গোল্ডেন A+ দুই হাজার তেরো ব্যাচ"!
সুতরাং রেজাল্ট কখনো কারো ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। কারণ এটা বাংলাদেশ।
বিঃদ্রঃ এই ছবিটা শুধু প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। এবার ছবিটা আমি অন্য একটা গ্রুপ থেকে সংগ্রহ করেছি। এটি শুধুমাত্র দৃষ্টি আকর্ষনের জন্য দেওয়া হয়েছে।