Golpo : Sotto Mitthya #সত্য_মিথ্যা
Pehli Pehli Baar Mohabbat Ki Hai - Sirf Tum (❣️Love💞) Alka Yagnik, Kumar Sanu | Sanjay Kapoor, Priya
আমার স্বামীর ডাইরির ভাজে আমার বড় বোনের ছবি দেখে আমার পুরো পৃথিবী থমকে গেলো। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।আজ আমাদের ৫ম বিবাহ বার্ষিকী। কত সারপ্রাইজ ই না প্ল্যান করেছিলাম।কিন্তু নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। ডাইরিতে খুব সুন্দর করে লেখাছিলো ভালোবাসি প্রিয়তমা। বুকের ভিতরটা কেমন যেনো ধক করে উঠলো। পুরো ডাইরি তে হাজারো প্রেমের বর্ণনা লেখা আমার স্বামী আর আমার বড় বোনের।প্রতিটা ডাইরির পাতা যেনো তাদের এই ভালোবাসার সাক্ষী। চোখ টা কেমন যেনো ঝাপসা হয়ে আসছিলো আমার। মনে হচ্ছিলো আমার পুরো পৃথিবীটাই যেনো মিথ্যে। খুব রাগ হচ্ছিলো তাদের উপর। এভাবে আমাকে ঠকানো হলো।হঠাৎ চোখ পড়লো ডাইরির শেষ পাতায়। "আমাদের ভালোবাসা এইভাবে ভুলে গেলে। আমার প্রথম ভালোবাসা তুমি আমার প্রথম অনুভূতি তুমি। আমাকে এভাবে ঠকালে। কেনো এমন করলে আমার সাথে??
তোমরা ২ বোন মিলে আমাকে জ্যান্ত লাশ বানিয়ে দিলে। যেদিন তোমাকে বিয়ের জন্য প্রপোস করবো বলে তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তার আগেই তুমি আমাকে এত বড় সারপ্রাইজ দিলে যে আমার পুরো পৃথিবীটাই থমকে গেলো।তুমি আমাকে বললে তিন্নি নাকি আমাকে ভালোবাসে আমি যাতে ওকে বিয়ে করি। তোমার আদরের ছোটবোনের কোনো আবদার তুমি অপূর্ণ রাখোনি আজ ও রাখবেনা।তখন খুব বলতে ইচ্ছা করেছিলো আমাকে কি তোমার খেলনা মনে হয়।তোমার ছোট বোন চেয়েছে আর তুমি দিয়ে দিবে। যাকে ছোট থেকে নিজের বোন ভেবেছি তাকে কিভাবে বিয়ে করবো।আর আমাদের এতো দিনের ভালোবাসার কোনো দাম নেই।? বাট কিছু বলতে পারিনি ঐদিন।
কোনো কথা যেনো বের হচ্ছিল না।তুমি কান্নারত অবস্থায় যখন আমাকে জড়িয়ে ধরে বললে আমি যাতে তোমার ছোট বোনকে বিয়ে করে নেই বিশ্বাস করো মনে হচ্ছিলো তোমাকে খুন করে ফেলি।এর থেকে ভালো হতো আমকে খুন করে ফেলতে নিজের হাতে। যখন তুমি বললে আমি তিন্নিকে বিয়ে না করলে তুমি সুইসাইড করবে তখন আমার তোমাকে দুনিয়ার সবথেকে স্বার্থপর মানুষ মনে হচ্ছিলো। তিন্নি কে বিয়ে না করার কোনো রাস্তা তুমি খালি রাখোনাই আমার জন্য।যাওয়ার সময় তুমি যখন বলেছিলে ভালো থাকবে তুমি তখন তাচ্ছিল্যের হাশি দিয়ে বলতে ইচ্ছা করছিলো হ্যা অনেক ভালো থাকবো।ভালো থাকার জিনিসটাই তো আমার থেকে কেড়ে নিলে তুমি।" আর কিছু লিখা নাই। দীর্ঘ এতো গুলো বছর পর এমন অপ্রিয় সত্য সামনে আসবে কোনোদিনও ভাবতে পারিনি।আমি যেনো পাথর হয়ে গিয়েছি।এত বড় পাপ আমার দ্বারা হয়ে গেলো। সাফওয়ান আমার স্বামী সম্পর্কে আমার খালাতো ভাই।
ছোট থেকে আমি তাকে ভালোবাসতাম। সাফওয়ান আর আমার আপু ছিলো বেস্ট ফ্রেন্ডের মতো।সারাক্ষণ ঝগরা করতো। কখোনো বুঝতে পারিনি তাদের ভালোবাসার গভীরতা।হয়তোবা নিজের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে তাদের টা চোখেই পরেনি।।আপু আমার থেকে ৩ বছরের বড়। একদিন সাহস করে আপুকে বলেই ফেলেছিলাম আমি সাফওয়ান ভাইকে অনেক ভালোবাসি।ওকে না পেলে মরেই যাবো।আপু ঐদিন শুধু একটা মলিন হাসি দিয়েছিলো। বুঝতে পারিনি ওই হাসির পিছনে লুকোনো তীব্র কষ্ট।আপু আমার কোনো চাওয়া পূরণ করে নি এমন কোনোদিন হয়নি। তাই আমি সিওর ছিলাম সাফওয়ান ভাইকে আমি পাবো। আহা কত খুশি ই না ছিলাম।
২ টা মানুষকে জ্যান্ত মেরে ফেলেছি কখন তা খেয়াল ই করিনি। তার ২ সপ্তাহ পর সাফোয়ান ভাই এর সাথে আমার বিয়ে ঠিক হলো।আপুই সব ম্যানেজ করেছিলো। এতো খুশি ছিলাম তখন। আবার আপু স্কলারশিপ ও পেয়ে গেলো কানাডা যাওয়ার। তখন বুঝিনি যে আপু কেনো এত জলদি যেতে চাচ্ছে। আমার বিয়ের পরের দিন আপু কানাডায় চলে গেলো খুব কান্না পাচ্ছিলো ঐদিন।আপু আর কোনোদিন দেশে আসেনাই। বাবামাকেও ওখানে নিয়ে গিয়েছে। আপু আজ ও বিয়ে করে নি। তার কারণ এতোদিন না জানলেও আজ স্পষ্ট হয়ে গিয়েছে। ত্যাগ করে খুব মহান হয়ে গেলিরে তুই। সাফওয়ান আপুর নাম অব্দি শুনতে পারতো না। এটা নিয়ে আমি তেমন মাথা ঘামাইনি ।সাফওয়ান আমাকে সব দিয়েছে কোনো দিন কছুতে কমতি রাখেনি।কিন্তু তবুও কোথাও যেনো একটুকমতি ছিলো।সেটা হলো ভালোবাসার।ও এখনো আপুকেই ভালোবাসে।
আমার প্রতি আছে মায়া দায়িত্ববোধ। আজ নিজেকে বড় অসহায় মনে হচ্ছে। আপু আর সাফওয়ান অনেক মহান। তাদের মহান হওয়ার চক্করে আমাকে বড্ড ছোট করে দিয়েছে নিজের কাছে। পিছন থেকে আমার ২ বছরের মেয়ে আমার শাড়ির আচল ধরে টানছে। ওকে কোলে নিয়ে খাইয়ে দিয়ে ঘুম পারিয়ে দিলাম। ডাইরিটা যেখানে ছিলো সেখানে রেখে দিলাম। নামাজ পরতে বসে নিজের অপরাধের জন্য ক্ষমা চাইলাম আল্লাহর কাছে। মনে হচ্ছে আপু আর সাফওয়ানের পায়ে ধরে মাফ চাই।এই পাপের কোনো ক্ষমা হয় না।যা আমি অজান্তেই করে ফেলেছি। তিন্নি নিজের ডাইরিটা রেখেদিলো।
১৫ বছর পর। তিন্নি আর সাফওয়ান খুব সুখে আছে। সাফওয়ান তিন্নিকে এখন অনেক ভালোবাসে। তাদের আর একটা ছেলেও হয়েছে। তিন্নি বড় আপুর ছবির দিকে তাকিয়ে একটা বাকা হাসি হাসলো।...... এই হাসির পিছে লুকিয়ে আছে না বলা অনেক রহস্য..........
(চলবে) -------------
#সত্য_মিথ্যা
পর্ব ০১ লেখা:নিয়ামা খন্দকার
(ভালো সাড়া পেলে ২য় পর্বে সমাপ্তি করব শেষ পর্ব আজ বিকাল পাঁচটায় দেব সাথেই থাকুন ধন্যবাদ)
Movie/album: Sirf Tum Singers: Alka Yagnik, Kumar Sanu Song Lyricists: Sameer Music Composer: Nadeem Saifi, Shravan Rathod Music Director: Nadeem Saifi, Shravan Rathod Music Label: T-series Starring: Sanjay Kapoor, Priya Gill, Sushmita Sen, Salman Khan Release on: 31st May, 1999
Song Lyrics :---
Mere mehboob Mere is dil ne raat ko din Subha ko shaam likha Itna baichain kar diya tumne Mane ye khat tumhare naam likha Pehli pehli baar mohabbat ki hai Pehli pehli baar mohabbat ki hai Kuch na samajh mein Aaye main kya karoon
Ishq ne meri aisi haalat ki hai Ishq ne meri aisi haalat ki hai Kuch na samajh mein Aaye main kya karoon
Pehli pehli baar mohabbat ki hai Kuch na samajh mein Aaye main kya karoon
Ishq ne meri aisi haalat ki hai Kuch na samajh mein Aaye main kya karoon
Pehli pehli baar mohabbat ki hai Kuch na samajh mein Aaye main kya karoon…
Mera haal bura hai lekin Tum kaisi ho likhna Mera chodo jaan Apna khayal tum rakhna
Kore kagaz pe maine Saara armaan nikala Mere is dil mein jo kuch tha Khat mein sabh likh dalaa
Hey hey hey ho ho ho Pehli pehli baar shararat ki hai Pehli pehli baar shararat ki hai Kuch na samajh mein Aaye main kya karoon
Pehli pehli baar mohabbat ki hai Kuch na samajh mein Aaye main kya karoon… Kash mera dil bhi Kagaz ka tukda hota Raat ko teri baahon mein Takiye ke neeche sota
Ho keral mein garmi hai Nainital se sardi bhejo Jo raahat paunchaaye Aisa kuch bedardi bhejo
Bin teri yaadon ke Ek pal jeena hai mushkil
Kaise likh doon tujhko Kitna chaahe mera dil
Apni ek tasveer Lifafe mein rakh kar bhijwado
Main khud milne aaongi Kuch din dil ko sambhaalo
Tum kitni bholi ho
Tum kitne aache ho
Tum kitni seedhi ho
Tum kitne sache ho Aa aa aa aa aa aa a
Pehli pehli baar ye chaahat ki hai Pehli pehli baar ye chaahat ki hai Kuch na samajh mein Aaye main kya karoon
Pehli pehli baar mohabbat ki hai Pehli pehli baar mohabbat ki hai Kuch na samajh mein Aaye main kya karoon
Ishq ne meri aisi haalat ki hai Ishq ne meri aisi haalat ki hai Kuch na samajh mein Aaye main kya karoon
La la la la la la la Lara la la la la
Hmm hmm hmm hmm hmm Hmm hmm hmm
Ishq ne meri aisi haalat ki hai Ishq ne meri aisi haalat ki hai Kuch na samajh mein Aaye main kya karoon…
Whoever is reading my comment at this time, may God give long life to their parents and keep their family members happy always
ohabbat pehle dfa ho ya panchvi baar koi farak nahin hota......par han bar bar mohabbat karte rehne se tazarba zaroor barh jata hai.
जय श्री राम, जय जय श्री राम देखते हैं, आज कितने लोग मेरे इस कमेंट को लाइक करते हैं| शायद मै इसलिए पीछे हूँ, मुझे होशियारी नही आती!! बेशक लोग ना समझे मेरी वफादारी, मगर मुझे गद्दारी नहीं आती..u