বাকীরা যদি দুঃখে থাকে তবে আমি সুখী হবো কি করে!! If the rest are sad, how can I be happy !!

 

এক ভদ্র লোক আফ্রিকার এক  জাতির কয়েকটি বাচ্চার সাথে খেলতে খেলতে এক অদ্ভুত অভিজ্ঞতার  সম্মুখীন হয়। তিনি ভেবেছিলেন ওদের সাথে একটা মজার খেলা খেলবেন।
কিন্তু শেষ পর্যন্ত ঐ শিশুরা তাঁকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।  
 
পুষ্টিকর বেশ কিছু ফল একটা ঝুড়িতে রেখে ঝুড়িটা একটা গাছের কাছে তিনি রাখেন এবং ওদের বললেন, যে বাচ্চা সর্বপ্রথমে গাছটার কাছে পৌঁছতে পারবে সে-ই ঝুড়িভর্তি ফলগুলো পাবে।
দৌড়ানোর জন্য সঙ্কেত দেওয়ার পর তিনি অবাক হয়ে গেলেন। দেখলেন কেউ ছুটলো না। কেউ আগে গেল না। সবাই হাত ধরাধরি করে একসাথে গাছের কাছে গেল। আর সবাই মিলে ফলগুলো খেতে লাগলো।
যখন উনি ওদের কাছে জানতে চাইলেন যে
কেন তারা এরকম করলো,
তখন সেই জনজাতীয় ভাষায় শিশুরা তাঁকে একটাই শব্দ বললো -'উবুণ্টু'। যার অর্থ হল বাকীরা যদি দুঃখে থাকে তবে আমি সুখী হবো কি করে!!
ওদের ভাষায় 'উবুণ্টু' শব্দের অর্থ হল- আমি আছি কারণ আমরা সবাই আছি তাই।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url