তখন আমি ক্লাস নাইনে পড়ি এক আপুকে খুব | One of my sisters liked me very much when I was in class nine

তখন আমি ক্লাস নাইনে পড়ি এক আপুকে খুব | One of my sisters liked very much when I was in class nine



না হেঁসে পারবেন না 🤣
তখন আমি ক্লাস নাইনে পড়ি এক আপুকে খুব ভালো
লাগতো।
আপু তখন ইন্টার ফাস্ট ইয়ার এ পড়েন আপুকে বলেছিলাম,
কিন্তু আপু হাসতেন আর বলতেন,
তুই
পিচ্চি তোর সাথে কি প্রেম করবো রে?
এখন আমি
ইন্টার 2nd ইয়ার এ পড়ি তো সেদিন আপুর সাথে
দেখা হয়ে গেলো ফুসকার দোকানে
তিনি ও তার
কিছু বান্ধববী দাড়িয়ে ছিলেন,
আমাকে
অনেক দিন পর দেখলেন তাই মনে হয়
চিনলেন
না হঠাৎ করে খেয়াল করলাম আপু
আমারর দিকে
তাকাচ্ছেন আর মিটি মিটি হাসছেন
বুঝতে
বাকি রইলো না যে আপু আমাকে
চিনেছেন
কিন্ত আপুর সাথে কথা বলবো কি করে
এসব চিন্তা
করতে করতে আমার ফুসকা এলো,,,,, আমি ফুসকা
খেলাম তারপর কিছুখন দাড়িয়ে
থাকলাম, যদি
আপু কিছু বলে,,,,,! কিছুখন পর আপু ও তার বান্ধবীরা
বের হলেন দোকান থেকে কিছুদুর
গিয়ে আপু
আমাকে ইশারায় ডাকলেন,,,,, আমার মনে তো
লাড্ডু ফুটলো,,,, গেলাম আপুর কাছে আপু একটা
কাগজজে তার ফোন নাম্বার লিখলেন
আমাকে
দিয়ে বল্লেন তোকে একটা খুব জরুরি
কথা বলার
আছে অনেক জরুরি প্লিজ ফোন করিস
এখন বলতে
পারবো না আপু রিকসায় ঔঠে চলে
যাচ্ছেন আমি
ফোন বের করে কাঁদো
কাঁদো হয়ে
বল্লাম,,,,আপু আজ বলেই দাও,,,,আপুও
ইমোশনাল হয়ে আস্তে আস্তে বল্লেন,,,,,
তোর,,,
প্যান্টের চেইন খোলা.......
এ কেমন বিচার?????😂😂😂😂
যারা এই রকম মজার গল্প পড়তে ভালোবাসেন তারাই শুধু
--------------পাশে থাকুন।-----------
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url