প্রজাপতি ভালবাসা । Butterflies love The first episode.

 

আমার বান্ধবী মিথিলা বাথরুমের মধ্যে বসে তার বয়ফ্রেন্ডের সাথে ফিসফিস করে কথা বলতে গিয়ে মায়ের হাতে ধরা পরে গেছে । আবার সেই কথা টা ফেসবুকের মধ্যে পোস্টও করেছে ৷ বিকেলে নিজের রুমে বসে ফেসবুকের মধ্যে পোস্ট পড়ে মিথিলা কে ফোন করলাম কিন্তু ধরলো না ।
হঠাৎ করে আমার মোবাইল টা বেজে উঠল । অপরিচিত নাম্বার তাই প্রথম রিসিভ করিনি, কিন্তু চতুর্থ বারে কল করার পরে রিসিভ করলাম,,
,,,হ্যালো,,, আসসালামু আলাইকুম,
,, ওয়ালাইকুম আসসালাম,, আপনি কি বৃষ্টি??? ( একটা ছেলে )
,, হমমম, কিন্তু আপনি কে??
,, ভালো আছেন আপনি???
,,, ভালো,,, কিন্তু কে আপনি???
,,, আচ্ছা তাহলে ভালো থাকবেন আপনি,,,
সাথে সাথে কল কেটে দিল,, একটু অবাক হলাম কে এমন রহস্য করে কথা বলতে চায়??? আমি কল বেক করলাম,, কি আশ্চর্য দুই বার কল দিলাম রিসিভ করে না,,, মাথার মধ্যে তার চিন্তা ঢুকে গেল,, একটু পরে একটা মেসেজ আসলো,,
"" তোমার জন্য পথ চেয়ে রইব কত জনম ধরে,
মনের অজান্তেই ভালবেসে নিব আপ করে,,
যদি কোনো দিন হারিয়ে যায় তোমার ঠিকানা,
খুঁজে নিব তোমাকে নিলীয়মান দুর অজানা,,
আজ হতে প্রতিদিন ভাববে আমার কথা,,
মনে রেখ তোমার সাথে আমার স্মৃতি গাথা,,
,,,,,,,,,,,,,,,,,,অপরিচিত ,,,,,,,,,,,,,,
আমি কোন কুল খুঁজে পেলাম না,, নাম্বার টা ফেসবুকে লিখে সার্জ করলাম,, কপাল ভালো ছিল একটা আইডি দেখতে পাচ্ছি,, নাম রেজানুর রহমান সজীব,, ছেলেটাকে দেখিছি আমি,, আমার কলেজের এক বান্ধবী ওর কাছে টিউশনি পড়ে,
ভালো করে প্রোফাইল টা দেখলাম হাজার টা ছন্দ দিয়ে তার প্রোফাইল টা সাজানো, সত্যি মন ভালো হয়ে গেল,, সময় অনেকটা পার হইছে, সন্ধ্যা পেরিয়ে বিরলতা অজস্র স্নান স্বপ্ন দেখে ছড়িয়ে পড়েছে প্রশান্ত রূপে,, পড়ার টেবিলে বসে মোবাইল টা হাতে নিয়ে একটা মেসেজ রিপ্লাই দিলাম,,
** আপনার পরিচয় আমি জানতে পেরেছি,, লুকিয়ে লাভ নাই,, সরাসরি কথা বলুন,, কি বলতে চান??? নাম্বার আমার বান্ধবী দিছে সেটা বুঝতে পারছি,,, **
একটু পরে সে কল দিল,,রিসিভ করে সালাম দিলাম,,
- আসসালামু আলাইকুম
- ওয়ালাইকুম আসসালাম
- কি করেন??
- দাঁড়িয়ে আছি,,, আপনি কি করেন??
- পড়তে বসলাম,,, আচ্ছা সত্যি কথা বলুন,,, আপনি কেন আমার নাম্বার নিয়েছেন???
- সত্যি টা বলব,, কিন্তু একটা কথা দিতে হবে,,,
- কি কথা??
- আপনি আপনার বান্ধবী কে কিছু জিজ্ঞেস করবেন না,, সে ইচ্ছে করে নাম্বার দেয় নেই,, আমি নিয়েছি যে কোন ভাবে,,, আপনি চাইলে আমি আর কল মেসেজ রিপ্লাই বন্ধ করে দিব,, কিন্তু আপনার বান্ধবী কে কিছু বলবেন না প্লিজ,,
- ঠিক আছে বলব না,, বলেন কেন নাম্বার নিয়েছেন??
- মেসেজ করে যদি কথা বলি আপনার সমস্যা আছে???
- সমস্যা নাই,, কিন্তু মেসেজ কেন???
- সেটা মেসেজ করলে বুঝতে পারবেন,,
- আচ্ছা ঠিক আছে,,
প্রায় দশমিনিট পরে একটা মেসেজ আসল,,
*তোমার সাথে কাটাতে চাই জীবনের শেষ সূর্যাস্ত,,
পার করব জীবন সুতো কত নিবিড় নিশ্চুপ ব্যাস্ত,,
তুমি চাইলে মেঘের পরে বানাব মোদের বাড়ি,,
সেই বাড়িতে সূর্যাগুনে তুমি চড়াবে ভাতের হাড়ি,,
তোমার কল্পনায় কেন বারবার ফিরে আসি,,
সত্যি বলছি তোমাকে খুব বেশি ভালবাসি,, ***
ছন্দের তালে আমি মুগ্ধ,, তাই তাকে রিপ্লাই করলাম,,
**আগামীকাল মুজগুন্নী রেললাইনে দেখা করবেন **
কেন এমন রিপ্লাই করলাম নিজেও জানি না,, হয়তো ভালো লেগেছে নয়তো কোন কৌতূহল,, অনেকক্ষণ ধরে কোন রিপ্লাই না পেয়ে আমি কল করলাম তাকে,,
- হ্যালো,,( আমি)
- বলেন
- আর রিপ্লাই করলেন না যে,,, ভয় লাগে নাকি???
- কিসের ভয়???
- এইযে হঠাৎ করে দেখা করতে বললাম তাই,,
- না তা নয়,, আসলে ভাবছি,, অনুকূল নাকি প্রতিকূল,,,
- কি উত্তর পেলেন,,
-- *অনেক ভেবে আমি পাইনি কোন কুল,,
যার কাছে জানতে চাচ্ছি সে বলবে কি কবুল **
-- আপনি কি সবসময় এভাবে কথা বলেন???
-- না,,, সবার সাথে না,, ডায়েরির সাথে আর আপনার সাথে,,
-- আপনি ডায়েরি তে কি ছন্দ লিখেন না কবিতা???
-- কবিতা লিখি,,, তবে রোমান্টিক কবিতা,,,
-- কাল আসার সময় ডায়েরি টা নিয়ে আসবেন,,
-- কেন???
-- আমি পড়ব তাই,,,
-- আচ্ছা নিয়ে আসব,,,
-- কি করছেন এখন???
-- আপনাদের স্কুলের সামনে বসে চা খাচ্ছি,,
-- বাসায় যাবেন না??
-- একটু পরে,,
-- আচ্ছা বাসায় গিয়ে ১০ টার পারে কল দিবেন,, রাখলাম,,
কল কেটে দিয়ে নিজেই অবাক হলাম,, কেন এমন করলাম?? একটা অজানা ছেলের সাথে কেন এভাবে একদিন এ এত কথা বলতে যাচ্ছি,, মনের অজান্তেই হারিয়ে যায় কি স্বপ্নের ছোয়া দিয়ে,, নাকি রঙিন স্বপ্নের হাতছানি দিচ্ছে মনের দুয়ার খুলে?? কোন উত্তর পাইনি নিজের মধ্যে,,
- বৃষ্টি কি করিস মা??? ( মা)
- কিছু না মা,,, কেন?? চল বাইরে যাব,,
- সন্ধ্যা বেলা বাইরে কেন??
- আমাদের কাজের বুয়া নাকি অসুস্থ সকাল থেকে ,, ওর মেয়ে ফোন করেছেন,, তাই ভাবলাম দেখে আসি,, তুই হালকা একটা চাদর জরিয়ে নে,,
-- আচ্ছা মা আসছি আমি,,
মায়ের সাথে বের হয়ে খাদিজা খালার বাসায় গিয়ে ফিরতে প্রায় দেড় ঘন্টা সময় লাগলো,, বাসায় এসে ডিনার করলাম,, আজকে আর বই পড়া হবে না,, রুমে এসে হুমায়ুন আহমেদ এর হিমু সমগ্র পড়তে বসলাম,,, ঘড়ির দিকে তাকিয়ে দেখি ১০ঃ৪৩ । হয়তো ঘুমিয়ে গিয়েছিলাম মোবাইলে শব্দ ঘুম ভেঙে গেল,,
-- হ্যালো,,,( আমি)
-- কি করেন??
-- ঘুমাচ্ছিলাম,,
-- সরি,, আসলে বাইরে থেকে এখন আসলাম মাত্র,, ডিনার করলাম মাত্র,,
-- সমস্যা নাই,, কি করেন আপনি???
-- নিজের বিছানায় বসে আছি,,,
-- ঘুমাবেন না??
-- না,,, আসলে পাশের রুমে বন্ধুদের সাথে তাশ খেলব তারপর ঘুমাব,,
-- ওহহহহ আচ্ছা,,, শুভ রাত্রি,,, ভালো থাকবেন,,
-- একটা কথা ছিল,,
-- বলেন,,
-- আপনি আজকে রাতে যে চাদর গায়ে জড়িয়ে ছেন,, সেটা কাল পরে আসবেন,,
-- আপনি দেখেছেন আমাকে??
-- হমমমম, আপনার পাশ দিয়ে গিয়েছি,,, প্রথমে চিনতে পারিনি,, কিন্তু কন্ঠ আর শরীরের স্মেইল টা চিনতে পারছি,,
-- চাদর কেন পরে আসব???
-- অনেক সুন্দর লাগে তাই,,
-- যদি না আনি,??
-- আমি কিন্তু ডায়েরি আনতে এককথায় রাজি হইছি,,
-- আচ্ছা ঠিক আছে,,
-- শুভ রাত্রি
-- শুভ রাত্রি
পাঁচ মিনিট পরে দুটি মেসেজ আসল,,
১*** অপেক্ষার অবসান হবে হয়তো স্বপ্নের আঙিনায় গিয়ে,,
আসবে তুমি প্রভাত হয়ে জীবন টা আলোকিত মুগ্ধতা দিয়ে,,
শুভ্র আকাশের নিচে রব তোমার অপেক্ষা করে,,
মায়াবতী আসবে তুমি গোধূলির অমলিন তীরে,, *****
২***গভীরতা বিদীর্ণ করে রেখেছে ধরনীর সমস্ত আয়োজন,,
তোমার চোখে জানি এখন সুষুপ্ত বেশি প্রয়োজন,,
চাঁদ টাকে সাজিয়ে রেখেছেন লক্ষ লক্ষ তারা,,
ঘুমাও তুমি তোমার শিয়রে দিচ্ছি আমি পাহারা,, ****
ঠোঁটের কোনে একখণ্ডিক হাসি নিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম,,, জীবন টা কখনো রঙিন স্বপ্নের মত, আবার কখনো সাদা কাশবন মেলে ওড়ে বাতাসের তীব্র নিমিষেই হারিয়ে,,,
বিকেলে ৩--৪ একটা কোচিং ক্লাস আছে,, শেষ করে রওনা দিলাম মুজগুন্নি রেললাইন এ দিকে,,, ৪ঃ৩০ দেখা করার কথা,, শীতের দিন বেলা বেশি থাকে না,, সন্ধ্যার আগে বাসায় যেতে হবে,,,
একটা রিক্সা নিয়ে যাব ভাবছি, খলি রিক্সা ডাক দিলাম, রিক্সার মধ্যে উঠার সাথে সাথে বিপরীত হতে সজীব এসে বসল,, আশ্চর্য সে ছিল কোন যায়গা??? এতক্ষন খেয়াল করিনি তো,,,,
--কেমন আছেন?? ( সজীব )
-- ভালো,,, আপনি কেমন আছেন???
-- ভালো,,
- অনেকটা সেরকমই,,, ভাবলাম এখান হতে দুজনে যদি একসাথে যাই হয়তো ভালো লাগবে,, আর আশা করি আপনি কিছু মনে করবেন না,,
- না,,, মনে করি নি,,, আচ্ছা আপনার ডায়েরি কোথায়,???
- আনিনি আমি,,,
- কেন???
- আপনি চাদর জরিয়ে আসেননি তাই,,
- আপনি কি আগে জানতেন আমি চাদর না নিয়ে আসব???
- না এখানে এসে দেখেছি,, তাই আমিও আমার ডায়েরি রেখে আসছি,,
- খুব খারাপ কাজ করছেন,,, আমার চাদর ব্যাগের ভিতর,, এখন তেমন ঠান্ডা করে না তাই ব্যাগের ভেতর রেখেছি,,
- সরি,, এই নিন আপনার ডায়েরি,, ( তার গায়ের কোটের আস্তিন হতে বের করল)
- আচ্ছা একটা কথা বলুন তো,, আপনার সাথে একদিনের পরিচয়ে কেন আমি আপনার সাথে দেখা করতে আসলাম বলেন তো??
- আপনি বললে উত্তর টা সঠিক হবে,,
- আমি বুঝতে পারছি না তাই আপনাকে জিজ্ঞেস করলাম,,
- উত্তর টা কঠিন,, রাতে ভেবে তারপর উত্তর দিব,,
---- আমারা রেললাইন এ এসেছি, রিক্সার হতে নেমে দুজনেই পাশাপাশি হাটা শুরু হইল,, নিজের কাছে তেমন কোনো ভয় নেই, মাকে বলে এসেছি আমি,, আজ হতে সাত মাস আগে যখন এসএসসি শেষ পরীক্ষা দিয়ে বাসায় যাই,, তখন পথে তার সাথে প্রথম দেখা,, মোবাইলের দিকে তাকিয়ে হাটছিলেন সে প্রায় গায়ে লেগে যাচ্ছিল,, আমি তাকে ডাক দিতে সে মুখ তুলে তাকিয়ে ছিল,, বললাম,,
-- সমস্যা কি আপনার??? মোবাইলের স্ক্রিনে তাকিয়ে তো মেয়েদের গায়ের উপর পরছিলেন,, নাকি ইচ্ছে করে করছেন???
-- আমি সত্যি দুঃখিত,, আসলে একটা মেসেজ রিপ্লাই দিতে গিয়ে বে খেয়াল হয়ে গেছিলাম,,, প্লিজ কিছু মনে করবেন না,,
-- আচ্ছা ঠিক আছে,,
সেদিন এ নিয়ে মায়ের সাথে অনেক হাসাহাসি করেছি,, এর প্রায় চার মাস পরে আবার তাকে দেখতে পারি আমার বান্ধবীর বাসায়,, প্রথমে চিনতে পারছি না , কিন্তু পরে তাহার মোবাইলে বেশি মনোযোগ দেখে হঠাৎ মনে পরল,, যে এই সেই লোক যাকে দেখেছিলাম রাস্তায় এলোমেলো হাটতে,, কিন্তু সেদিন কি জানতাম এই মানুষ মটার সঙ্গে একসঙ্গে রেললাইন এ পাশাপাশি কোন একদিন হাটতে হবে,,
-- আপনি কি কিছু ভাবছেন????
-- তেমন কিছু না,, আচ্ছা আপনি কোন কলেজ পরেন???
-- খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ( কে পি আই),, চতুর্থ পর্ব,,
-- আমি তো সিটি পলিটেকনিক ইনস্টিটিউট এ,,
-- জানি,,, ওটা তো বেসরকারি প্রতিষ্ঠান,, অতটাকা দিয়ে পড়ার মত ফ্যামিলি আমার না,,, আর সরকারি পলিটেকনিক এ চান্স পেয়ে ভর্তি হইছি না হলে পড়া হত না,, জেনারেল লাইনে পড়তে হতো,
-- আমি সরকারি তে পরীক্ষা দেই নাই,, ইচ্ছে আছে ফ্যাশন ডিজাইনার হব,, তাই বেসরকারি প্রতিষ্ঠান এ ভর্তি হইছি,, আপনার গ্রামের বাড়ি কোথায়??
-- বাগেরহাট,, মা-বাবা ছোট বোন আর আমি, ছোট সংসার,,
-- আমরা কিন্তু আরো ছোট পরিবার,, একজন কম আছে,,
-- জানি আমি,,
-- আর কি কি জানেন??
-- ***তুমি ঠিক ততটুকু সুন্দর যতটুকু কামনা করি আমি,,
তোমার অস্তিত্ব ভরিয়েছে প্রাণ জানে অন্তরজামী,,
তোমার ঠোটের কোনায় ছোট্ট হাসির মাঝে
হারিয়ে যাই আমি সকাল বিকাল সাজে
তুমি ঠিক ততটুকু ভালো হৃদয়ে আঙিনায়
চাইলে মন হতে যাকে ভালো বলা যায় ***
--- এভাবে আর কতজনকে ছন্দের মায়ার মোহনজালে বেধেছেন,,
-- আপনাকে দিয়ে শুরু করলাম,, পরবর্তী তে দেখা যাক কি হয়ে,,
-- এখানে কোন যায়গা আছেন,,
-- আপনার পাশে,,
-- বলছি বাসা ভাড়া করে আছেন কোন যায়গা???
-- পৌরসভার মোড়,,
-- কতজন থাকেন এক রুমে???
-- তিন জন,,,
-- তারা কি আপনার মত???.
-- যেমন??
-- কবি,, কবি,, ভাব,,
-- না,,, একজন ডাক্তার পড়ে,, আরেকজন ঘুমবাবু বলে ডাকি ও নর্থ সাউথ এ পড়ে,, এবার ভর্তি হইছ,, তবে তিনজনে খুব মির আমাদের,,
-- আচ্ছা অনেক সময় পার হইছে চলুন ফেরা যাক,,,
-- আচ্ছা চলুন,,
-- রিক্সা ঠিক করে দিয়ে সে বলল,,, আপনি চলে যান আমি একটু স্টেডিয়ামের পিছনে যাব,, এক বন্ধুর মেসে,, তারপর আপনার বান্ধবী কে পড়াতে যাব,,একটা কথা বলার দরকার,,
-- বলেন,,,
-- কালকের সেই মেসেজর উত্তর পাইনি তো,,
-- কোনটা???
-- ভেবে দেখুন,,
-- পরে ভেবে নিব,,,
-- এখন ভাবলে কি হয়??? প্লিজ প্লিজ,,
-- কি জানতে চান বলুন??
-- আমি কি সারাজীবন আপনার হাতটি ধরে রেললাইন এ চলার সৌভাগ্যের অধিকার প্রাপ্ত হতে পারে,, সকালের ঝিরিঝিরি মৃদু হাওয়ায় আপনার হাতে প্রতিদিন চা খেতে পারি,, আপনার কপালের বাকা টিপ সঠিক স্থানে বসানোর অধিকার পেতে পারি??? আমার গলার টা-ই বেধে দেওয়ার জন্য আপনাকে পেতে সারা জীবনের জন্য??? বলেন,,,,,,,, , ,,,,,,,,,,,,,,,,
-- কবিতার ছন্দে এ জীবনে আর কাউকে যেন বাধতে না দেখি,, যদি কখনো চোখে পড়ে,, কবিতা থাকবে কিন্তু কবি থাকবে না,,, ভালো থাকবেন,, তাড়াতাড়ি বাসায় যাবেন,,, আর আমার চাদর টা আপনার জন্য,, আসি,,,,, কাকা চলেন,,,,,
জানি সে হয়তো তার কবি কবি মন নিয়ে অপলক তাকিয়ে রইবে,, নিজের অনুভূতি হচ্ছে একগুচ্ছ কদমের তোড়া সাজানো আহরণ অমলিন মতো,, তার প্রতি মোহ যেমন আছে তেমনি একটা টান অনুভব করি,, এটা কি ভালবাসা না ভালো লাগা?????? নাকি তার ছন্দের মায়ায় পড়েছি,,
বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেছে,, মাকে মোটামুটি সবকিছু বললাম,, বাবা আমার জন্মের আগে হতে প্রবাসী,, মাঝে মাঝে দেশে আসেন,, তাই ছোটবেলা থেকে মা আমার পরম বন্ধু,, নিজের কাছে নিজের মা শ্রেষ্ঠ মা,,, বাবা অনেক ভালবাসেন,,
মাগরিবের নামাজ পড়ে চা খাচ্ছি,, মা এসে বলল,,
-- ছেলেটার বাড়ি কোথায়???
-- বাগেরহাট মা,, ওরা দু ভাই বোন,,, আর ওদের মা-বাবা,,
-- যদিও কখনও তুই জেনে বুঝে ভুল করবি না,, তারপরও বলছি কোনকিছু গোপন করবি না,, আর সাবধানে চলবি,, কিছু অপ্রত্যাশিত হয়ে গেলে তোর বাবার কাছে জবাব দিব কি বল???
-- মা, তুমি নিশ্চিত থাকো,, আমি সাবধানে থাকবো,,
-- ঠিক আছে মা,, তুই এখন পড়তে বস,,, আমি রান্না ঘরে যাচ্ছি,,
মার কথা মত পড়তে বসলাম,, ক্লাস এর পরা না,,, সজীব এর ডায়েরি,, শুরুতে একটা কবিতা চোখে পড়লো,,, উৎসর্গ করা মায়াবতী কে,,, বুঝতে পারছি মায়াবতী সে আমার নাম রেখেছে,,, কাল মেসেজে এই নামটা ব্যাবহার করেছিল সে,, পড়তে শুরু করলাম,,
*****-----দাঁড়িয়ে গন্তব্যের উদ্দেশে,,
আজ ভালবাসি চুপিচুপি অসংখ্য হাসিতে হারায়,,
রূপকথার গল্পে আবির্ভাব মায়াবী প্রান্তে অমলিন বেলায়,,
আলতা রাঙা পায়ে হেঁটে নদীর তীরে আঁকাবাকা,,
মেঠোপথের কিনার ধরে স্মৃতি ভরা স্নেহময় রূপ দেখা,,
হারিয়ে দুর অজানা মেঘের আড়ালে,,
কদম ফুলের পাপড়ি ঝড়ে যে ডালে,,
স্বপ্নের মুগ্ধতা বিকাশ অব্যাহত মায়াবী মনে,,
অজান্তেই হারিয়ে যায় সুরের মূর্ছনার টানে,,
তোমার কাছে রবে কদম ফুলের একগুচ্ছ মালা,
নির্মল বাতাসে উড়ে কচি পাতায় ডগা একেলা,,
বাড়িয়ে আমার হাত কোমল গলায় মিষ্টি মুখের পানে,,
তাকিয়ে থাকবে তোমার ছলছল আঁখি মেলে শিহরণে,,
কল্পনার জগতে তোমার নয়নের মনি হৃদয়ে কাব্যিক অনুভূতির মেলা,,
ছোট স্বপ্ন মনে কাশবেন ঘেঁষে বিস্তীর্ণ তোমার আমার স্বপ্নের ভুবন খেলা,,
আলোকিত মুগ্ধতা প্রান্তের আভেনাতি ভরিয়েছে মাঠে,,
সবুজ প্রকৃতি আবেগের মূল ছড়াছড়ি হৃদয়ে কাব্যিক পটে,,
রঙের ছোঁয়া হারিয়েছে জৌলুশ ভালবাসা আজও বয়ে চলছে নদীর তীরে,,
কোন এক পথচলা বৃষ্টি ভেজা সকালের মৃদু হাওয়ায় নাড়া দেয় মনের ভিরে,,
যাকে নিয়ে সারা জীবন হৃদয়ে স্পন্দনে নতুন পূর্বাশার আলো
সে তো মোহনায় দাড়িয়ে ভাবে আঁকে স্মৃতিকথা প্রামান্য ছলো,,
আমার ভালবাসা ফিরে নেয় চাঞ্চল্যের ছোয়া
ঘিরব স্বপ্ন চারিদিকে মোর নিষ্পাপ মনের আকুলতা মায়া,,
মানেনা শিতল প্রাণ চোখের জলের অতলে ছায়া খোঁজে অভিমানে হারিয়ে,,
এসেছি তাই দুরে সরে কল্পনা হার মানিয়ে ছুটিয়াছে বাস্তবতার ভিরে দাঁড়িয়ে,,
হয়তো আজও ভালবাসি অসংখ্য চুপিচুপি,,
পাব কি তোমাকে?? দেবে কি মন প্রাণ ভরে সপি,,,
হঠাৎ করে মনটা ভালো হয়ে গেছে কি কারণে জানিনা,, মোবাইল হাতে নিয়ে কল দিলাম সেই কাব্য কথার তূর্য কে,,,
-- হ্যালো,,,
-- বলেন,,
-- কোথায় আছেন???
-- আপনার বান্ধবীর বাসায়,,, মাত্র আসলাম,,,
-- আচ্ছা বের হয়ে ফোন দিবেন,,
-- ঠিক আছে,,,,
আরো কয়েকটি কবিতা পড়লাম,, হঠাৎ মায়ের ডাকে রান্না ঘরে গেলাম,,
-- কি হইছে মা???
-- তরকারি রান্না কর,, সব রেডি আছে,,
-- আচ্ছা মা,, ( আমি প্রায় সময় তরকারি রান্না করি,, মাও নাকি আমার হাতের রান্না বেশি পছন্দ করে,, তাই আমি রান্না করি সবসময়,,
-- বৃষ্টি,,,
-- কি মা??
-- তোর মোবাইল বাজতেছে,,,
-- রুমে গিয়ে দেখি সজীব এর ফোন,,
----- হ্যালো,,
--- কি করেন???
--- রান্না করি,,, আপনি কি করেন????
--- আপনার বাসার নিচে দাড়িয়ে আছি,, একটু দরকার ছিল,, নিচে আসবেন??
-- আচ্ছা দু মিনিট দাড়ান আমি ১০ মিনিটে আসছি,,
-- আচ্ছা,,,
-- নিচে গিয়ে দেখি হাতে ছোট্ট একটা গিফট বক্স নিয়ে দাড়িয়ে আছে সাথে আরো একটা ছেলে,, কি হইছে বলেন,,, এত রাতে হঠাৎ,,,
-- আমার রুমমেইট শফিকুল ইসলাম শফিক,,
-- আসসালামু আলাইকুম,,, কেমন আছেন???
-- ভালো,,, আপনি??
--- ভালো আছি,,,
---- এটা দেওয়ার জন্য ডেকেছি আপনাকে,, এটা আপনার জন্য,, বক্স টা আমার দিকে এগিয়ে দিল,, আচ্ছা আসি ভালো থাকবেন,,,
-- আমি উপরে এসে বক্স টা নিয়ে বসে বসে ভাবতেছি কি আছে এতে,,, যা এখন দিতে হলো,, কিন্তু বিকেলে দিল না??? ভাবতে ভাবতে প্যাকেটটা খোলা শুরু করলাম,,,
চলবে...
গল্প :-প্রজাপতি ভালবাসা ।
প্রথম পর্ব।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url