একটি হালাল বিনোদনঃ একটি ছিদ্রওয়ালা বালতি থেকে সাবধান | Beware of a perforated bucket
হালাল বিনোদনঃ
"একটি ছিদ্রওয়ালা বালতি থেকে সাবধান"
১। আপনি আবায়া এবং হিজাব পরিধান করেন কিন্তু সাথে সাজসজ্জা এবং সুগন্ধীও ব্যবহার করেন।
২। আপনি সুন্নাহ অনুসরণ করেন, দাঁড়িও রাখেন কিন্তু দৃষ্টি অবনত করেন না।
৩। আপনি স্বলাত সঠিক সময়ে আদায় করেন কিন্তু তাতে একাগ্রতা নাই।
৪। আপনি মানুষের প্রতি দয়ালু এবং তাদের সাথে নম্রভাবে কথা বলেন কিন্তু নিজের পরিবারের সাথে ঝাঁজালো আচরণ করেন।
৫। আপনি খুব অতিথিপরায়ন কিন্তু আপনার বাসা থেকে অতিথি চলে যাওয়ার পর আপনি তাদের নিয়ে পরচর্চা করেন এবং তাদের দোষ ত্রুটি নিয়ে আলাপ করেন।
৬। আপনি দরিদ্রদের দান করেন কিন্তু তাদেরকে অপমান করেন এবং কষ্ট দেন।
৭। আপনি তাহাজ্জুদ পড়েন, সিয়াম পালন করেন এবং প্রতিদিন কুরআন তিলাওয়াত করেন কিন্তু আপনি আত্নীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্নকারী।
৮। আপনি সিয়াম পালন করতে গিয়ে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় সবর করেন কিন্তু আপনি কসম করেন, অপরকে নিয়ে উপহাস করেন, অভিশাপ দেন।
৯। আপনি অপরকে সাহায্য করেন কিন্তু সেটা তাদের থেকে স্বার্থ হাসিলের জন্য , আল্লাহর সন্তুষ্টির জন্য নয়।
১০। আপনি দ্বীনে ইসলাম নিয়ে লেখেন এবং আপনার ফেসবুক, ইনস্টাগ্রামে হাজার হাজার ফলোয়ারও আছে কিন্তু সেটা নিজের পরিচিতি পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নয়।
আপনার এই ভালো কাজগুলোকে "একটি ছিদ্রওয়ালা বালতিতে" ঢেলে বালতিটি ভরার বৃথা চেষ্টা করছেন না তো?
======================== ০০০০০ ========================
একটি হালাল বিনোদনঃ
রামাদান সময়ে ইফতারের আগে স্বামী জায়নামাজে বসে দোয়া করছিলো। আর স্ত্রী রান্নাঘরে রান্না করছিলো আর স্বামী কি দোয়া করে তা শুনছিলো।
স্বামী : ও আল্লাহ! আমার বন্ধুকে একটা বিয়ে করিয়ে দাও।
স্ত্রী : দোয়া করার সময় সতর্ক হও। এই সময় কিন্তু দুয়া কবুল হয়।
স্বামী একটু থামলো পরে আবার বলল,
স্বামী : ও আল্লাহ! আমার বন্ধুকে একটা যুবতী, সুন্দরী, ধার্মিক বউ দাও।
স্ত্রী এবার রান্নাঘর থেকে ছুটে আসলো এবং স্বামীকে বকা শুরু করলো।
স্বামী : তোমার সমস্যা কোথায়? আমি তো আমার বন্ধুর জন্য দোয়া করছি।
স্ত্রী : আমি জানি সেটা।
স্বামী : তাহলে দোষ কোথায়?
স্ত্রী : আমাকে বোকা ভেবো না। তুমি কি মনে কর আমি সেই হাদিসটা জানি না?
যে কোন মুসলমান অন্য কারো জন্য দোয়া করলে পেছন থেকে একজন ফেরেশতা বলে আল্লাহ যেন তোমাকেও তা দেয়...
(অর্থাৎঃ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তা’আলা তোমাকেও তা-ই দান করুন)।
সহীহ মুসলিম- হা. ৮৮ (২৭৩৩), ৪/২০৯৪।
অট্টহাসি হাসবেন না, মুচকি হাসুন; এটি সুন্নাহ।
=================== 0000 =================
বউ ফেসবুকে.#পোস্ট দিলো....!!
আমি রান্না করতে পারি এটা আমার যোগ্যতা।
আর যদি কেউ খেতে না পারে তাহলে এটা তার ব্যর্থতা!
বউয়ের পোস্ট দেখে স্বামীর কমেন্ট...!!
রাধুনির রান্না পছন্দ না হলে আরেকটা রাধুনি আনবো এটা আমার যোগ্যতা।
আর সতীনকে যে সহ্য করতে না পারবে এটা তার ব্যর্থতা।
অতঃপর.... এই কমেন্ট দেখে বহুগুণে বেড়ে গেলো রান্নার স্বাদ
হালাল বিনোদন