একজন মনের মত মানুষ চাই। মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া আছে। Moner Moto Akjon Manush Cai | Episode#02
"পানিতে তলিয়ে যাওয়ার পর,আমি ফিরাউনের মুখে লাথি দিয়ে কাদা-মাটি ঢুকিয়ে দিতে থাকলাম। কেননা, আমি আশঙ্কা করছিলাম সে হয়তো শেষ মুহুর্তে এসে "লা ইলাহা ইল্লাল্লাহ'' পড়ে বসবে আর আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন।"
এই হাদিস থেকে আল্লাহর সাথে জিবরাইল আমিনের সম্পর্কের একটা চমৎকার দিক উপলব্ধি করা যায়।
তিনি এও জানেন, ফিরাউনের ঔদ্ধত্য যত বড়োই হোক না কেন, আল্লাহর দয়া ও ক্ষমাশীলতা তার থেকেও অনেক বড়ো।
'আলহামদুলিল্লাহ'
( সুনান আত তিরমিজী: ৩১০৭)
একজন মনের মত মানুষ চাই। মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া আছে। Moner Moto Akjon Manush Cai | Episode#02
গল্প লাভার মেয়েদের কিছু বৈশিষ্ট্য??
১.এরা শুধু সুন্দর সুন্দর গল্প খোঁজে??
২.প্রতিদিন গল্প পড়বেই..
৪.গল্প পড়তে শুরু করলে পরের পর্ব পড়ার জন্য পাগল হয়ে যায়..
৫.কাজিন রিলেটেড গল্প গুলো কিছু মেয়ের অনেক পছন্দ....
৬. এরা ভয়ঙ্কর লেভেলের রোমান্টিক হয় কারন এরা গল্প পড়ে...
৭. রাতের বেলা গল্প পড়তেই বেশি পছন্দ করে তারা
৮. এরা লাইফে অতিরিক্ত টাকা না বরং শুধুমাত্র অনেক রোমান্টিক, কেয়ারিং একটা স্বামী চায়...
৯. প্রতিদিন ঘুমানোর আগে এরা কল্পনা করতে থাকে বাসর ঘরে কি করবে
১০. এরা বেশির ভাগ ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায়..
১২. গল্প পড়া মেয়ে গুলো 100% সিঙ্গেল হয় ...
১৩. এদের মধ্যে কিছু মেয়ে প্রেমে পড়তে চায় বিয়ে বাড়িতে গিয়ে ...
১৪. অনেকেই ইয়ারফোন এ গান শুনে আর গল্প পড়ে ..
১৫. এরা গল্প পড়ে আর চিন্তা করে নিজের জীবন সঙ্গী কেমন হবে .
১৬. গল্প পড়ার সময় রোমান্টিক জায়গায় মাঝে মাঝে কলিজায় কেমন চিন চিন করে ব্যাথা করে
১৭. এরা আসলেই অনেক সুন্দর মনের মানুষ কারন গল্প লেখা মানুষ আর গল্প পড়া মানুষ গুলোর মন অনেক সুন্দর হয়
১৮. আর কষ্ট পাওয়া মানুষ গুলোই গল্প পড়তে বেশি ভালোবাসে
১৯. নিজের জীবন সঙ্গীকে পাগলের মতো ভালোবাসতে চায় এরা
২০. আর অতিরিক্ত সুন্দর অহংকারী মেয়েরা মোটেও গল্প পড়ে না
২১. এরা গল্প পড়ার ফ্রান্টাসি সময়টাকে অনেক ভালোবাসে
22. এরা মেসেঞ্জারে অন্য মেয়েদের মতো ছেলেদের সাথে আড্ডা দেয় না
২৩.জীবন কে সুন্দর করে গোছানোর সপ্ন এরা প্রতিনিয়ত দেখে ..
২৪. ১৫-২০ বছরের মেয়েরা সাধারণত বেশি গল্প পড়ে
২৫. এদের একটাই চিন্তা করে নিজের পছন্দ মতো রোমান্টিক, কেয়ারিং স্বামী জীবনে হয়তো পাওয়া যাবে না .......
২৬. অতিরিক্ত আশাবাদী এরা.....জীবন সঙ্গী কে নিয়ে..
২৭. অ্যারেঞ্জ ম্যারেজ হলে বিয়ের পর পিরিয়ড এর কথাটা কিভাবে বলবে এটা নিয়ে এরা অতিরিক্ত লজ্জা পাবে......
২৮. বিয়ের পর স্বামীর সাথে জুটিয়ে প্রেম করবে তাই তারা প্রেম করে না....
২৯. সবশেষে নিজের মনের মতো মানুষ না পেলে জীবন টা নষ্ট এটাই তাদের সবথেকে কষ্টের বিষয়....
এগুলো একান্ত আমার নিজের চিন্তা যদিও মেয়েদের মনোভাব হয়তো কিছুটা হলেও বুঝাতে পেরেছি মনে হয় ।
================
সত্যি ভালোবাসা এমন ই হয়
বিয়ের বয়স ১ মাস হতেই মেয়েটার মাথা ঘুরানি আর বমি-বমি ভাব দেখে শুধু আমি অবাক হইনি, বরং অবাক হয়েছে গোটা পরিবার। অবশেষে পরিবারের চাপে পড়ে, নিয়ে গেলাম ডক্টরের কাছে। চেকাপ করে সত্যাটা প্রকাশ পেলো, আমি বাচ্চার বাবা হতে চলেছি।
যেখানে আমার খুশি হওয়ার কথা সেখানে আমি নারাজ! সারাকে বাসায় নিয়ে আসলাম। সারার চোখে চোখ রেখে জানতে চাইলাম! সত্যি কি এই বাচ্চার বাবা আমি? সারা চুপ করে আছে। কোন উত্তর নেই। মাথায় হাত বুলিয়ে সাহস দিলাম, ভয় পেয়োনা। আমি তোমাকে ত্যাগ করবোনা, শুধু একজন পুরুষ হয়ে সেই পুরুষেকে ধিক্কার জানাবো, যে আমার স্বপ্ন টা পূরণ হতে দেয়নি। সারার চোখ দিয়ে শুধু পানি ঝরছে। কাঁদতে-কাঁদতে হেস্কি উঠে গেছে।
তার কান্নার আওয়াজ আমার অন্তর ভেঙ্গে খান-খান করে দিচ্ছে। আমি উত্তর পেয়ে গেছি। তবুও তাকে দোষ দেয়নি। ভাগ্য বলে চালিয়ে নিলাম। সারাকে এতটাই ভালোবাসি যে ছুড়ে ফেলতে পারলাম না। আমি পরিবার থেকে বঞ্চিত হলাম। অন্য অফিসে বদলি হলাম।
সারা কেমন জানি বোবা হয়ে গেছে, বাসায় একা-একা মন মরা দিয়ে থাকে সারাক্ষণ। কাঁদতে-কাঁদতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হঠাৎ এক গভীর রাতে হু-হু করে কেঁদে উঠেছে। আমি চমকে গেলাম। জেগে দেখি সারা আমার বুকের উপর মাথা রেখে চোখের পানিতে আমার গেঞ্জি ভিজিয়ে ফেলছে।
চোখ মুছে দিয়ে আবার বুকে জড়িয়ে নিলাম। আমি সারাকে একটুও ঠকায়নি তবে সারা আমাকে ঠকিয়েছে, এটাই তার দুঃখ। তবে বেপার না, আমি ঐ বাচ্চা কে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করলাম। বিয়ের বয়স ৯ মাস হতেই বাচ্চা ভূমিষ্ঠ হলো।
দুঃখের বিষয় বাচ্চাটা ছিলো মরা! সারা জ্ঞান ফেরার পরে যখন জানতে পারলো বাচ্চাটা মারা গেছে, সারা তখন গলা ফাটিয়ে চিৎকার করে আমাকে ডাক দিয়ে আবার বেহুশ হয়ে গেলো। তার পর থেকে সারা আর কথা বলতে পারেনা।
এখনো দুজন দুজনকে পাগলের মত ভালবাসি। বিয়ের বয়স আজ ৩ বছর, বাবা হওয়ার স্বপ্নটা আর পূরণ হলোনা। তবুও সারা দিন পরিশ্রম শেষে যখন ডিম লাইটের আলো নিভিয়ে সারা আমার বুকের উপর মাথা রাখে, বিশ্বাস করুন, আমি তখন স্বর্গের ছোঁয়া পাই। ভালো থাকুক ভালোবাসা।
ভালবাসার কাছে অনেক বড় ভুল ও ক্ষমা হয়ে যায়! ভালোবাসুন কিন্তু কিছু গোপন রাখবেন না। সম্পর্ক জড়াবার আগে সব সত্যি বলে দিন মাফ চেয়ে নিন।
রোহান আবির
এতো দূরে যখন এসেছেন তা হলে
ছোট করে একটা কমেন্ট তো করা ই যায়
যদি ভালো লাগে
এর পরে এই রকম গল্প পরতে মন চাইলে
রিকোয়েস্ট দিয়ে সাথে থাকবেন।
রিকোয়েস্ট দিলে একসেপ্ট হবে ইনশাআল্লাহ
ভালো থাকবেন সবাই
আসসালামু আলাইকুম
ভালো লাগলে গল্পের কমেন্টর সাথে
সালামের উওর টা দিবেন