গল্পঃ রূপের তরী পর্ব- ০৫ | Story: Ruper Tori | Episode-05
গল্পঃ রূপের তরী পর্ব- ০৫ | Story: Ruper Tori | Episode-05
সাদা বিছানার চাদরে রক্তের দাগটা স্পষ্ট।তরী নিজের জায়গায় বসে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেদিকে৷ ওর বুঝতে বাকি নেই দাগটা কিসের। হয়ত এমন কিছু জন্যই মাথা ব্যাথা করছে ওর।।
এই মূহুর্তে এতটা লজ্জা লাগছে তরীর যা বলে বোঝানো যাবে না। দরজার সামনেই দাড়িয়ে আছে রূপ। রূপ অবশ্য চোখ নামিয়ে রেখেছে। তরী একবার রূপের দিকে তাকালো৷ চোখে চোখ পড়তেই রূপ তাড়াতাড়ি করে রুমের দরজাটা লাগিয়ে চলে গেল।
নিজের এমন অবস্থার জন্য এই মূহুর্তে তরীর কোনরকম প্রস্তুতি নেই। কারন এ বাড়িতে আসার আগে নিজের সমস্ত জিনিসপত্র সেভাবে গোছায়নি সে।।
বেডশিটের ওপর ব্লাড দেখলেই গায়ে কেমন কাটা দিয়ে উঠছে। কোন কিছু চিন্তা না করেই বিছানা থেকে নেমে একটানে বেডশীট টা নিয়ে দৌড়ে বাথরুমে চলে যায়।
বেডশীটটা কাচতে কাচতে এক পর্যায়ে তরী নিজেই ভিজে যায়। তাই একই সাথে গোসলটাও সেরে ফেলে।তবে এবার সে পড়ল আসল ঝামেলায়। তড়িঘড়িতে জামাকাপড় বা শাড়ী নিয়ে আসতেই ভুলে গেছে সে। এবার উপায়?
'আচ্ছা উনি তো এখন রুমে নেই, তাহলে তোয়ালে টা পেচিয়ে আমিই কাপড়চোপড় নিয়ে আসি। '
মনে মনে ফন্দি আটে তরী। ওর যা ভাবা তাই কাজ। গায়ে টাওয়ালটা পেচিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারির সামনে এসে দাড়ায় সে।
কিন্ত কি আর করার,মুখোমুখি তো হতেই হবে পদের দুজনকে তাইনা?
স্যানিটারি ন্যাপকিন এর প্যাকেট হাতে দরজা খুলে রুমে প্রবেশ করে রূপ।রুমে ঢোকার পর তরীকে অমন অবস্থায় দেখে চিতকার দেয়।
তরীও রূপকে খেয়াল করার পর জোড়ে চিতকার দেয়৷
এরপর ন্যাপকিন এর প্যাকেট টা ফ্লোরে ফেলে দিয়ে নিজের রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে রূপ। লাইফে ফার্স্ট টাইম ওর সাথে এমন কোন ঘটনা ঘটল।
তরী আলমারীর সামনে একদম স্ট্যাচু হয়ে দাড়িয়ে আছে। কাল থেকে ওর সাথে কি সব আজব ঘটনা ঘটে যাচ্ছে৷ তবে আজ তো। তরীর ইচ্ছে করছে ব্যালকনি থেকে ঝাপ দিতে। কিন্তু পরনে তোয়ালে থাকায় সেটাও পারল না।
..
রূপের এ কাজটা তরীর খুবই ভালোলেগেছে।হয়ত রূপও জানত ওর এমন কিছুর প্রস্তুতি নেই এই মূহুর্তে। তাই হয়ত সঙ্গে সঙ্গে ন্যাপকিন নিয়ে এলেন।একটা মুচকি হেসে, ফ্লোরে পড়ে থাকা ন্যাপকিনের প্যাকেটটি হাতে তুলে জামাকাপড় নিয়ে আবারও বাথরুমে চলে যায় সে।
.......
রুমের বাইরে প্রায় অনেক্ষন দাড়িয়ে আছে রূপ।ভেতরে ঢুকতে এখন অনেকটা লজ্জা করছে ওর। যাই হোক এমন কিছু হবে সে ভাবতে পারেনি। রুমে যাবে যাবে করেও যাচ্ছেনা। কিন্তু