মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ন ৩টি বিষয় | The 3 most important things in human life
মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ন ৩টি বিষয় রয়েছে,
-জন্ম - বিয়ে - মৃত্যু
জন্মটা অদেখা ও নিশ্চিন্তে হয়ে যায়।
কারন, একজন মানুষের ৭ বছর বয়স পর্যন্ত কোনো গুনাহ্ লেখা হয়না!
তাই জন্ম ও তার পরের কিছু অভিজ্ঞতা কাউকেই দুঃশ্চিন্তায় ফেলতে পারেনা!
মৃত্যু যখন মানুষকে ঘিরে ধরে তখনও মানুষ প্রায় অসহায় হয়ে পরে.... কেউ তওবা করে কেউবা ব্যর্থ হয়ে ফেরাউন এর কাতারে দাড়িয়ে যায়!
আর মৃত্যুর পর কারও অস্তিত্ব না থাকায় কোনো বুঝ, জ্ঞান আসাও সম্ভব নয়।
জ্বি এতক্ষনে ঠিক ধরেছেন, আমি বলতে চাচ্ছি "বিয়ে" নিয়ে।
বিয়ের আগে ও পরে প্রতিটা মুহুর্ত একজন মানুষ উপলব্ধি করতে পারে!
মানুষ কখনো জন্ম থেকে শিক্ষা নিতে পারেনা কিংবা মৃত্যুর পরও পারেনা.....
বিয়ের ভিতর অনেক গুরুত্বপূর্ন শিক্ষা রয়েছে...
যেকোনো মানুষই বিয়ে করে পরিবর্তন হলেও হতে পারে.....
কিন্তু বিয়েকে আমরা কিছু নিকৃষ্ট নিয়মের ভিতর নিয়ে গিয়েছি।
বিয়ের দিন একটা ধার্মিক পরিবারের মেয়ের ও পর্দা ছুটে যায়....
এক কথায় সকল পুরুষের মনোরন্জনে ব্যস্ত হয়ে পরে.....
যে কোনো পুরুষ চাইলেই তাকে ঘুরে ফিরে ইচ্ছে করে দেখতে পারছে, আর দেখতে যেনো সবচাইতে ভালো লাগে সেভাবেই সেঁজে বসে থাকেন তারা....
আর গায়ে হলুদ?
নিকৃষ্ট এক অনুষ্ঠান....
হলুদ ছোয়ালে শুভ কিছু হবে এই বিশ্বাস ই এর ভিতর.... যা সরাসরি শিরক!
যতো বড়ো দাড়ি থাকুক, হজ্ব করে শতবছর পূর্ন করা লোকজন ও ছাড় পাবেনা শাস্তি থেকে....
মুসলিম সমাজের তো উচিত গায়ে হলুদকে নিষিদ্ধ করা!
গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়া মানে "নিজে জাহান্নামে পুড়ে কোনো জাহান্নামী ব্যাক্তির সাথে সাক্ষাত করতে যাওয়া"
আল্লাহ্ সবাইকে হেফাজত করুন!!!