প্রশ্ন: গোসলের ফরজ কয়টি ও কি কি? | Question: How many and what are the duties of bath? Jannat 13 Mar, 2022 প্রশ্ন: গোসলের ফরজ কয়টি ও কি কি? উত্তর: গোসলের ফরজ ৩ টি। যথা:-১) কুলি করা।২) নাকের ভিতর পানি দেয়া। ৩) সমস্ত শরীর উত্তমরূপে ধৌত করা। ( স্ত্রীলোকের গহনার নীচে এবং নাক ও কানের ছিদ্রে পানি প্রবেশ করানো। বি:দ্র: উপরোক্ত তিনটির যে কোন একটি ছুটে গেলে গোসল শুদ্ধ হবে না।