প্রশ্ন: গোসলের ফরজ কয়টি ও কি কি?

উত্তর: গোসলের ফরজ ৩ টি। যথা:-
১) কুলি করা।
২) নাকের ভিতর পানি দেয়া।
৩) সমস্ত শরীর উত্তমরূপে ধৌত করা। ( স্ত্রীলোকের গহনার নীচে এবং নাক ও কানের ছিদ্রে পানি প্রবেশ করানো।


বি:দ্র: উপরোক্ত তিনটির যে কোন একটি ছুটে গেলে গোসল শুদ্ধ হবে না।