Village Project | New Natok | Sajal, Sabuj, Ifti, Mosaddik Shahin, Zara Noor | Drama Serial | EP 72
Jannat
9 Sep, 2022
সত্য ঘটনা
আমার আম্মুকে নিয়ে ঘটনা টা।
আমার আম্মু তখন খুব ছোট। পাঁচ/ ছয় বছর বয়স ছিল। একদিন খেলতে গিয়ে মাগরিবের আজান দিয়ে দেয় বাড়ি ফিরতে। আমাদের বাড়ি আর মসজিদ ছিল প্রায় লাগানো। খুব কাছাকাছি আর কি। আম্মু বাড়ি ফিরেই হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলে। পানি ছিটিয়ে ও জ্ঞান ফেরানো যাচ্ছিল না। কিন্তু চোখের পাতা কাঁপছিল।
এটা দেখে নানি বুঝতে পারেন খারাপ কিছু একটা হয়েছে। নানি তখন আম্মুকে কোলে নিয়ে আয়াতুলকুসরি পড়তে থাকেন। এক সময় আম্মু চোখ খোলে। সব কিছু ঠিক ছিল। হঠাৎ মাঝ রাতে উঠে আম্মু কাঁদতে শুরু করে, মাঝে মাঝে আবার জোরে হেসে ও ওঠে। নানি খুব চিন্তিত হয়ে পড়েন আর নানা কে বলেন সকালে যেন তার সেই কবিরাজ বন্ধুর কাছে মেয়ে কে নিয়ে যান।
নানা পরের দিন আম্মুকে নিয়ে সেখানে যান। তার কবিরাজ বন্ধু সব দেখে শুনে বলেন ঠিক হয়ে যাবে একটা তাবিজ দিচ্ছি সেইটা যেন সব সময় পড়ে থাকে। হারিয়ে গেলে আবার যেন নতুন করে তাবিজ নিয়ে যায়। নানা বললেন কেন এমন হলো আমার মেয়ের সাথে? তখন কবিরাজ বললেন সময় করে অন্য দিন বলব তবে আজ নয়। তাবিজ থাকাকালীন আর কোনো বিপদ হবে না। এতো জেনে কি হবে?
নানা আর কিছু না বলেই চলে আসেন। কবিরাজের কথা গুলো নানিকে বলতে ভুলে যান। শুধু বলেন তাবিজটা সব সময় যেন পড়ে থাকে।
অনেক গুলো বছর পার হয়ে যায়। আম্মু ইন্টার সেকেন্ড ইয়ারে থাকাকালীন নানা মারা যান। সুস্থ অবস্থায় হঠাৎ মাঝ রাতে হার্ট অ্যাটাক হয় । তখন সময়টা ছিল 1996 সাল। তারপর নানির দিন চলতে থাকে তার মেয়েদের নিয়ে। আম্মুর ও বিয়ে হয়ে যায়। জীবনের ধারাবাহিকতায় মায়ের সেই তাবিজের কথা আর মনেই থাকে না। কোথায় রেখেছে তাও মনে নেই। তবে নানা মারা যাওয়া অবধি সেই তাবিজ ছিল। নতুন করে যে তাবিজ আনতে বলেছিল সেইটা নানা ছাড়া আর কেউ জানতো না। তাই এই বিষয়ে আর কেউ মাথা ঘামায়নি।
সাল 2016 আম্মুর বয়স তখন 35+। আমি ও তখন ক্লাস টেনে পড়ি। এতো গুলো বছর পর হঠাৎ আম্মুর ওপর এক অন্ধকার অধ্যায় নেমে আসে......
বাকি অংশে শেষ করব।