মসজিদের ইমাম সাহেব | Imam Saheb of the mosque

 


মসজিদ কমিটির সভাপতি
রাতের বেলা ইমাম সাহেবকে বললেন যে,
কাল ফজরের নামাজের পর একটু দোয়া করবেন,
আমার ছেলে যেন ভালো একটি চাকরি পায়।
ইমাম সাহেব বল্লেন, ঠিক আছে।
নামাজের পর হুজুর দোয়া করলেন।
"হে আল্লাহ আমার
মসজিদের সভাপতির ছেলে যেন একটি ভালো চাকরি পায়।
আর বেতন যেন আমার মতোই মানসম্মত হয়।"
মসজিদের সভাপতি এই দোয়া শুনে রেগে গেলেন
এবং হুজুরকে বললেন,হুজুর,আপনি এটা কেমন দোয়া করলেন?
এত কম বেতনে আমার ছেলের পক্ষে সংসার চালানো কি সম্ভব?
তখন ইমাম সাহেব বল্লেন,আমিও এই সমাজের একজন মানুষ। তাহলে আমার সংসার চালানো কতো কষ্টকর হচ্ছে,এ কথা আপনারা কেন বুঝতে পারছেন না ?
ইমামতি জীবন
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url